প্রযুক্তি ব্যবহারে দুর্নীতিমুক্ত হচ্ছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ

২৭ আগষ্ট, ২০২০ ১৬:৪২  
প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পাঁচ বারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ এখন দুর্নীতিমুক্ত হচ্ছে। একইসঙ্গে সরকারি সেবার সময় এবং ব্যয়ও কমেছে। ইন-লাইনে নয় অনলাইনেই মিলছে সব সেবা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং ডিজিটাল বাংলাদেশের নকশাবিদ সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পনায় এই দুর্নাম ঘুচানো সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। দুর্নীতির বিরুদ্ধে জিততেই প্রযুক্তির যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচার পরিবহন পুল ভবনে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ডিজিটাল সেবার উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ই গভঃ থেকে এম গভঃ সেবা চালুর লক্ষ্যে গত ৮ আগস্ট প্রধানমন্ত্রী মাইগভ অ্যাপ উদ্বোধন করেন। অথচ যখন ব্রাজিল ৫ বার বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় তখন বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। তিনি আরো জানান, অল্পদিনের মধ্যেই কালিয়াকৈর হাইটেক পার্কে ২৪০০ কোটি টাকার বিনিয়োগ ও ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।